ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার র‌্যাবের অভিযানে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র‌্যাব-৮ সিপিএসসি বরিশাল, র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং–৫, তারিখ : ২৭/১০/২০২৫)। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।