ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতদলীয় চোরেরা রান্নাঘরের গ্রিল ভেঙে দুটি বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী অভিযোগ করে বলেন,রাতের শেষ ভাগে কয়েকজন লোক রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে আলমারিসহ ঘর তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের অপর ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসাতেও প্রবেশ করে দলটি মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় চুরির একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।