ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে চালককে হত্যা: মিশুক ছিনতাই

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের খংগুয়ার ব্রীজের অদূরে ধান ক্ষেতে থেকে গলায় গামছা পেঁচানো খলিলুর রহমান (৪৫) নামে মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ মিশুক চালকের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তত করে ময়না তদন্তের জন্য হাসতাল মর্গে প্রেরণ করেন। নিহত খলিলুর রহমান পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েত উল্লাহ্র ছেলে। তিনি পেশায় ব্যাটারী চালিত মিশুক চালক। পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মিশুক চালাতে যান খলিলুর রহমান। রাত ১০টার পর (বুধবার) থেকে খলিলুরকে তার ব্যবহৃত মোবাইলফোনে যোগযোগ করে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সকালে রাস্তার ধারে ধান ক্ষেতে গলায় গামছা পেঁচানো লাশ দেখতে পান স্থানীয়রা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তার পরিবারের পক্ষ থেকে খলিলুরের মরদেহ শনাক্ত করা হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে নিহত মিশুক চালক খলিলুরের ভাই আঃ জলিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি ধারণা করে বলেন, তার ভাই খলিলুরকে হত্যা করে মিশুক ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক খলিলুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশ পাশের ধানক্ষেতে ফেলে মিশুক নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।