বাংলাদেশ প্রেস কাউন্সিলে চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ,বিচারপতি আব্দুর রহমান এর নিকট থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করলেন মানব অধিকার রক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূইয়া কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 10 জন গুণী ব্যক্তি কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন এর নরসিংহ পুর হাজীপাড়ার মৃত হাজী ফয়েজ উদ্দিন ভূঁইয়া পুত্র ।
তিনি এলাকার সমাজের সভাপতি, বায়তুল ফালাহ মসজিদের পরিচালক, প্রাথমিক বিদ্যালয় নরসিংহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, এছাড়া তিনি দক্ষিণ অংশের সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানবাধিকার সংগঠন অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।

