ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানিতে মিথ্যা মামলায় দিনমজুরকে গ্রেপ্তারের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় অযথা মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (দিনমজুর) কে বিনা কারণে আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, দুলাল হাওলাদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানি থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

দুলালের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, দুলাল একজন শান্ত স্বভাবের মানুষ এবং দিনমজুর হিসেবে কষ্ট করে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা তারা কখনো শোনেননি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষে দুলালকে গ্রেপ্তার করেছে।”

দুলালের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সুশীল সমাজও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, নির্দোষ একজন দিনমজুরকে হয়রানি বন্ধ করে দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।