ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি তে জলঢাকায় তিন কলেজের কেউ পাশ করে নি

জলঢাকা নীলফামারী প্রতিনিধি :
অক্টোবর ১৭, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে নীলফামারীর জলঢাকায় তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন, চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের ৬ জন এবং গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।এ বিষয়ে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সঠিক ভাবে পাঠদান না হওয়ার কারনে সন্তানরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।” তারা সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনমথ চন্দ্র রায় বলেন, “আমাদের কলেজ শাখা এখনো এমপিও ভুক্ত হয়নি। ফলে ঝরে পড়া বা দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। ভবিষ্যতে এই পরিস্থিতি যাতে না হয় আমরা সেই উদ্দ্যোগ নেব।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আশরাফ-উজ-জামান সরকার বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, তাদের বিষয়ে শিক্ষা বোর্ড থ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তবে উপজেলা পর্যায় থেকে সরাসরি শোকজ করার এখতিয়ার আমাদের নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।