ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ১০ ঘণ্টা অতিক্রান্ত, ইডি দফতরেই রয়েছেন ‘মানিক-ঘনিষ্ঠ’ তাপস, চলছে জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২০, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। তার পর থেকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা অতিক্রান্ত। এখনও ইডির দফতরেই রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন তাপস। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে অতিরিক্ত সময় না দেওয়ায় অগত্যা বৃহস্পতিবারই তাপসকে হাজিরা দিতে হয়প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক গ্রেফতার হওয়ার পরেই তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পেয়েছে ইডি। তিনটি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, এই সংস্থার অধীনে ছয় থেকে সাতটি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে। সে ব্যাপারে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দাবি সূত্রের। এ ছাড়াও মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে তাপসের যে চুক্তির কথা তদন্তকারীরা জানতে পেরেছেন, সে সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এ তাপসের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের কোনও যোগ রয়েছে কি না, সেই ব্যাপারেও তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির অভিযোগ, চাকরি দেওয়ার নামে অনেক চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছেন তাপস। এমনকি, উচ্চ প্রাথমিকে চাকরি দেবেন বলেও অনেকের কাছ থেকে ‘অগ্রিম’ টাকা নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সমস্ত তথ্যপ্রমাণ সামনে রেখে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার সূত্রের। যদিও এ ব্যাপারে ই়ডির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।