ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার সহ গ্রেপ্তার-৬

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি নাহিদ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শিবগঞ্জ থানা সূত্র জানায়, শিবগঞ্জ থানার মামলা নং- ২৯ (তারিখ: ১৯ আগস্ট ২০২৫) বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নাহিদ শিকদারকে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনেও গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জেলা জুড়ে এ অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে কেন্দ্রীয় ছাত্রলীগ নাহিদ শিকদারকে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো: সাকিল হাসান জানান, গ্রেপ্তারের পর নাহিদ শিকদারকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজারটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।