ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মোঃ আজিজ প্রধান:
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল–এর নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা ১৯৭১ সালে একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এখনো পূর্ণ অর্থে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারিনি। রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার সংগ্রাম এখনো চলমান।”তিনি আরও বলেন, “পূর্ণ স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের স্বাধীনতা নয়—অর্থনৈতিক মুক্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করাও স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। এই লক্ষ্য অর্জনে সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।এ সময় বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান। তিনি বলেন, “একটি স্বাধীন দেশে আজও প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমার প্রশ্ন—একটি স্বাধীন রাষ্ট্রে এটা কেন ঘটবে? সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “বিজয় দিবসের এই দিনে আমাদের স্পষ্ট দাবি—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বলেন, “একটি স্বাধীন দেশে প্রতিদিন মানুষ কারণ-অকারণে খুন ও নির্যাতনের শিকার হচ্ছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় বক্তব্য দেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, “দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। তা না হলে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।”এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন, “দেশের অসহায় মানুষ চরম বিপাকে রয়েছে। আমরা দেশে শান্তি চাই, অসহায় মানুষের ন্যায্য অধিকার চাই। শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, এবিসি নিউজ ওয়ার্ল্ডের সিইও মোঃ রিপন মিয়া, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোঃ নাসিম, সাংবাদিক মোঃ সবুজ, মোঃ মোশারাফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক আব্দুল আজিজ প্রধান, নায়ক মান্না ,সুলতান মিয়া, জাহাঙ্গীর আলম রাজু, হাফেজ আব্দুল মুসা, মিনারা বেগম, রুবিনা বেগম, মোঃ হেকমত আলী, মোঃ হাসান আলী, মোঃ চান মিয়া, রেহেনা বেগম, জুলেখা বেগম, খালেদা, কোহিনীর বেগম, সাথী আক্তার, জান আরা বেগম, রুনা আক্তার, সূচনা, নাহিদা আখতার, মোঃ স্বপন, মোঃ হানিফ উদ্দিন, নিলি বেগম, কুলসুম বেগম, রিমিন, মিনা, লিমা বেগম, মিম বেগম, মোঃ আবিদ, আফরোজা বেগম, মোঃ সুমন মিয়া, জামাত আলী, মোঃ হিরন, আব্দুর রহমান মিয়া, আতাউর রহমান, ইকবাল হোসেন, জান্নাত মিয়া, রামতা রানী, গোলাপ মিয়া, লোকমান হোসেন, আলমগীর হোসেন, মান্না, হাকিম মিয়া, সাইদুল ইসলাম, মাসুদ মিয়া, রতন মিয়া, জুয়েল মিয়া, জহির উদ্দিন, মধু, ওযুফা বেগম, শাহিদ আখতার, মুক্তার হোসেন,মীর জেসান হোসেন তৃপ্তী বাদলসহ আরও অনেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।শেষে নেতৃবৃন্দ বলেন, “বিজয়ের ৫৪ বছর অতিক্রম হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। আজও নির্বিচারে প্রাণহানি, রাজনৈতিক সহিংসতা ও সর্বক্ষেত্রে বৈষম্য বিদ্যমান।”তারা একটি প্রকৃত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ তাদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, ঢাকা প্রেসক্লাবের সঙ্গে যৌথভাবে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, ঢাকা প্রেস ক্লাব ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং সোসাইটি, অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি, বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ, বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং দক্ষিণ বঙ্গ কল্যাণ ফাউন্ডেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।