শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

