মোঃ আজিজ প্রধান: জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী বলেন,“আমরা একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশে ভালোভাবে বাঁচতে চাই। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”ঢাকা প্রেস ক্লাব ও সংগঠনের সহ-সভাপতি এ. মান্নান বলেন,“দেশে এখনো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, সাংবাদিক মো. আজিজ প্রধানসহ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং ঢাকা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন মোঃ হেকমত আলী, মোঃ লাভলু মিয়া, মোহাম্মদ বাপ্পি হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।