ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য কামাল আহমেদ খান, আহ্বায় কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ন আহ্বায়ক রিয়ার সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা মহিলা দলের সদস্য সচিব রহিমা আক্তার হাসি । সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। বক্তারা বলেন, ভিন্নমত দমন ও গণতান্ত্রিক কণ্ঠ রোধের উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।