ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার দল উৎকণ্ঠায় রয়েছে বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের । তিনি আরো বলেন,বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। আমরা তার সুস্থতা কামনা করছি। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. তাহের এ কথা বলেন। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে। আগামী দিনের রাজনীতি সামলাতে সব দলের মধ্যে আরো বেশি প্রাজ্ঞতা ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা ও শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে সব দলের মধ্যে আরো অনেক বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন। আগামী দিনের রাজনীতি সামলাতে সবার প্রাজ্ঞতা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।