ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা

আওরঙ্গজেব কামাল :
ডিসেম্বর ৯, ২০২২ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আওরঙ্গজেব কামাল : আজ রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বের এই ম্যাচের আগে চোটে জর্জরিত আর্জেন্টিনা দল। ইতোমধ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে। মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজ।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও নিজেদের টুইটার হ্যান্ডেলে তার নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। লুসাইল স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে। এদিকে আর্জেন্টিনা দলটির তারকা ফুটবলার ডি মারিয়া, লাউতারোর পাশাপাশি চোট রয়েছে রদ্রিগোর। ম্যাচের আগে কোচ লিয়োনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, বুধবার রুদ্ধদ্বার অনুশীলন করেছি আমরা। জানি না রদ্রিগোর সমস্যা সম্পর্কে বাইরে কী কী লেখা হয়েছে। ওর একটা সমস্যা রয়েছে এটা ঠিকই। তবে বাড়াবাড়ি কিছু নয় বলেই মনে হয়েছে। তিনি আরও বলেন, বুধবার ভালো ভাবেই অনুশীলন করেছে। কেউ কেউ ক্লান্তির কারণে অর্ধেক অনুশীলন করেছে। অনেকে সাবধানতা অবলম্বন করতে গিয়েও অনুশীলন করে না। সংবাদমাধ্যমে যা বেরোয় সেটা অনেক সময় সত্যি হয় না। শঙ্কায় আছে নেদারল্যান্ডসের ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ডি পল জানিয়েছেন, ঠিক আছেন তিনি। ফলে আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভসরাকে পেয়ে খুশিই হবেন কোচ স্ক্যালোনি। এদিকে শুধু ডি পলই নয়, উরুর চোট থেকে সেরে উঠেছেন শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে না নামা ডি মারিয়া। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকেও একাদশে দেখা যাবে।এদিকে আর্জেন্টিনার গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডে থাকবেন মলিনা, রোমেরো, ওটামেন্ডি এবং আকুনা। মাঝ মাঠে ডি পলের সঙ্গে থাকবেন মার্ক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। যদি ডি পল ইনজুরির কারণে খেলতে না পারতেন, তবে তার জায়গায় খেলতেন লিয়ান্দ্রো পেরেদেস।আর আক্রমণ ভাগে মেসির সঙ্গে থাকবেন আলভারেজ এবং ডি মারিয়া। এখানেও গুঞ্জন উঠেছিল আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে একাদশে খেলাতে পারেন স্ক্যালোনি। তবে আলভারেজের ফর্ম দেখে তাকে নিয়েই একাদশ সাজাবেন বলে ধারনা করা হচ্ছে।আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি পল, মার্ক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ। আর মাত্র তিনটি সিঁড়ি পার হতে পারলেই বিশ্বকাপের অমৃত সুধা পান করবে আর্জেন্টিনা। বিশ্বজয়ের স্বপ্নে বিভোর দলটি এবার মুখোমুখি হচ্ছে এখন পর্যন্ত খেলা সবচেয়ে কঠিন ম্যাচে। অবশ্য এ জন্য স্ক্যালোনির দলের প্রস্তুতিটাও হয়েছে দুর্দান্ত।টানা খেলার ধকল কাটিয়ে আলবিসেলেস্তেরা এখন চাঙা মনোভাবে। ফুল ফিট একটা একাদশ পাচ্ছেন স্ক্যালোনি। পুরোপুরি ফিট হয়ে ফিরছেন আনহেল ডি মারিয়া। তাই সাইড বেঞ্চ করবেন পাপু গোমেজ। একই সঙ্গে আছে তার চোট সমস্যাও। রদ্রিগো ডি পলের ফিটনেস নিয়ে রয়েছে গুঞ্জন। তবে তাকে খেলায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজমেন্ট। হেরে গেলে এটাই হয়ে যাবে বিশ্বকাপে লিও মেসির শেষ ম্যাচ। তবে আলভারেজ, ম্যাক অ্যালিস্টাররা নিশ্চিতভাবেই তা হতে দেবেন না। তারকা খ্যাতি নিয়ে না এলেও পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে ওরা এখন আলোচনায়। দলে কমেছে মেসি নির্ভরতা। ডাচদের বিপক্ষে টিম আর্জেন্টিনায় বিশ্বাসী ম্যানেজমেন্ট।আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘ ১৯৯৮ সালে বিশ্বকাপ কোয়ার্টারে আর্জেন্টিনার কী হয়েছিল তা আমি মনে রাখিনি। আমি নিশ্চিত, আমার ছেলেরাও সেটা জানে না। সবাই নতুন দিনে নতুন একটা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। এটা জিতে গেলে আমরা পরের কিছু নিয়ে ভাবব। ইনজুরি কিছুটা আছে, তবে সেটা শঙ্কা জাগানোর মতো নয়।’
গাকপো, ডিপাই, ডি ইয়াং, ভ্যান ডাইকদের নিয়ে তারকায় ঠাসা দল নেদারল্যান্ডস। বিশ্বকাপে এখন পর্যন্ত হারেনি ওরা। সেই ধারাবাহিকতা আর্জেন্টিনার বিপক্ষেও রাখতে চান ফন হাল। ম্যাচটা কঠিন হবে বলে মানছে ডাচরা। তবে রক্ষণ জমাট রেখে অলআউট ফুটবলে বাজিমাত করতে চায় ওরা।নেদারল্যান্ডস কোচ বলেন, ‘আর্জেন্টিনায় একঝাঁক তারকা ফুটবলার আছে। তারা সবাই ম্যাচ বদলে দিতে পারে। আমি কাউকে নিয়ে একক কোনো পরিকল্পনা সাজাচ্ছি না। আমার পুরো দলের জন্যই প্ল্যান আছে। ছেলেদের ওপর বিশ্বাস রাখছি, তারা আমাকে নিরাশ করবে না।টানা ১৯ ম্যাচ ধরে অপরাজিত নেদারল্যান্ডস। এর মধ্যে জয় ১৪টিতে। এটা নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। চোটমুক্ত ফুল ফিট স্কোয়াড নিয়েই ডাচরা নামছে মহারণে। তবে এখন দেখার বিষয় আর্জেন্টিনার স্বপ্ন পুরন হবে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।