শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে মারাত্মক বোলার হিসেবে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডি।ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন টম মুডি। তিনি বলেন, নতুন বলে আফ্রিদি মারাত্মক।গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। প্রায় তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফেরেন। ইংল্যান্ডের বিপক্ষে দুই ওভারে মাত্র সাত রান খরচ করেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগের ফর্ম ফিরে পেয়েছিলেন শাহিন। তিনি প্রথম স্পেলে দুটি উইকেট নিয়েছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

