ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে” গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর বেশ” এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রুদ্র মহন্ত এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র আনজুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার ( সিভিল সার্জন অফিস) আব্দুল হান্নান,সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোয়াবুর রহমান,
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর জেলা ভলান্টিয়ার হাসনা হেনা, শিশু গবেষক রাদ শাহামাদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান,স্যানেটারি ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য জেসমিন আক্তার,ডেলিকেটর শিহাবসহ এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রজ্ঞা বর্মন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

