ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আমির খান ‘ঘনিষ্ঠ’ রুমেন আগরওয়ালকে গ্রেফতার ইডির, ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় কোটি!

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২০, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গ্রেফতার করা হল গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের ‘ঘনিষ্ঠ’ রুমেন আগরওয়ালকে। বৃহস্পতিবার দিনভর জেরার পর তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাঁর উল্টোডাঙার বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।গত সেপ্টেম্বরে আমিরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমিরের বাড়ির খাটের তলা থেকে ১৭ কোটি টাকা উদ্ধার হয়। পরে তাঁকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরেই বুধবার ‘আমির-ঘনিষ্ঠ’ কয়েক জন ব্যবসায়ীর যাদবপুর, পার্ক স্ট্রিট ও উল্টোডাঙার ডেরায় তল্লাশি অভিযান চালায় ইডি। ব্যবসায়ী রুমেনের উল্টোডাঙার বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা। ইডির তদন্তকারীদের দাবি, বুধবার গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলেছে। বাড়ির মালিক, তথা রুমেনের বাবা উমেশের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছিল। এর পর বৃহস্পতিবার সারা দিন রুমেনকে জেরা করে ইডি।প্রসঙ্গত, অ্যাপ প্রতারণা মামলায় ইতিমধ্যে আমিরের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২০০ কোটি টাকার হদিস মিলেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় বিদেশি যোগও মিলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।